সূর্যের পূর্ণগ্রাসে ঢেকে যাবে আজ
প্রকাশ: ২০১৭-০৮-২১ ১১:০৫:২১

আজ, সোমবার ২১ অগস্ট আমেরিকার পশ্চিম থেকে পূর্ব উপকূলের সুবিস্তীর্ণ এলাকার পুরোটাই ঢেকে যাবে অন্ধকারে। দিনদুপুরে নেমে আসবে রাতের ঘুটঘুটে অন্ধকার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৌলতে। ৯৯ বছর পর।
আমেরিকার পশ্চিম উপকূলের ওরেগন থেকে পূর্ব উপকূলের সাউথ ক্যারোলিনার শার্লেস্টন পর্যন্ত দেখা যাবে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর কানাডা, মধ্য ও আমেরিকার উত্তরাংশে দেখা যাবে সূর্যের খণ্ডগ্রাস। আমেরিকায় শেষ বার সূর্যের পূর্ণগ্রাস দেখা গিয়েছিল ১৯১৮ সালে।
সোমবার, ২১ অগস্ট আমেরিকার পশ্চিম থেকে পূর্ব উপকূলে যে পথ ধরে হবে সূর্যগ্রহণ। ডায়াগ্রাম নাসার সৌজন্যে। নাসা জানাচ্ছে, সূর্যের খণ্ডগ্রাস শুরু হবে প্রশান্ত মহাসাগরের ওপর বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা ৪৬ মিনিটে। আর তা শেষ হবে রাত ১২টা ২২ মিনিটে। পূর্ণগ্রাস সবচেয়ে বেশি ক্ষণ স্থায়ী হবে ইলিনয়ের কার্বনডেলে। ২ মিনিট ৪৪ সেকেন্ড।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













