অ্যাডোবের সঙ্গে ইতিহাদ এয়ারওয়েজের চুক্তি

আপডেট: ২০১৫-১০-২৯ ১৮:৩৮:২২


ca_88657বিশ্বের নেতৃস্থানীয় প্রযুক্তিগত প্রতিষ্ঠান অ্যাডোবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ঘোষণা দিলো সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ। এই অংশীদারিত্ব ইতিহাদ এয়ারওয়েজের ব্যবসা ও এর অংশীদারদের জন্য ব্যাপক পরিসরে বিশ্বমানের ক্লাউড সলিউশন সহযোগিতা দিবে।

ক্লাউড-ফার্স্ট উদ্যোগ গ্রহণ করে এয়ারলাইনের ব্যবসা ও তার গেস্ট সিস্টেমের জন্য উন্নত ডিজিটাল সার্ভিস প্রদানের মাধ্যমে এভিয়েশন গ্রুপের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করাই এই অংশীদারিত্বের মূল কাজ।

অ্যাডোবের মার্কেটিং ক্লাউড ও ক্রিয়েটিভ ক্লাউডের মাধ্যমে এয়ারলাইন গ্রুপ ও তার অংশীদারদের নিরাপদ, সাশ্রয়ী ও উল্লেখযোগ্য ডিজিটাল সার্ভিস প্রদান করে তাদের গেস্টদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে। এছাড়াও, বিশ্বমানের ও ব্যক্তিগত সার্ভিস সরবরাহের জন্য এয়ারলাইন্সের ডিজিটাল মার্কেটিং ক্ষমতা আরো উন্নত করবে এই প্রযুক্তিগত চুক্তি।

ইতিহাদ এয়ারওয়েজ ও তার অংশীদাররা তাদের গেস্ট অভিজ্ঞতায়, গ্লোবাল লয়ালটি, কার্গো, ডিরেক্ট সেলস, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং তাদের ব্যবসার অন্যান্য অঞ্চল জুড়ে অ্যাডোব-এর ক্ষমতা ব্যবহার করতে পারবে।

ইতিহাদ এয়ারওয়েজের চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার রবার্ট ওয়েব বলেন, “সামগ্রিকভাবে আমাদের ব্যবসার পাশাপাশি সম্পূর্ণরূপে গেস্ট সিস্টেমের ডিজিটাল অভিজ্ঞতায় আমূল পরিবর্তন সাধন করবে।

সানবিডি/ঢাকা/রাআ