বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
এফডিসিতে নেয়া হয়েছে নায়করাজের মরদেহ
প্রকাশিত - আগস্ট ২২, ২০১৭ ৫:৩৪ পিএম

‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ শব্দে যে মানুষটি নিজেকে মেলে ধরতে হাজারবার গিয়েছেন এফডিসিতে, আজো শেষবারের মতো গেলেন সেখানে, তবে নিস্তেজ শরীরে, মরদেহ হয়ে।
শেষ শ্রদ্ধা ও জানাজার জন্য রাজ্জাকের মরদেহ রাজধানীর এফডিসিতে নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজ্জাকের মরদেহ ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে এফডিসিতে আনা হয়। এরপর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানীতে তার দাফন সম্পন্ন হবে।
এফডিসিতে জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় কফিন নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তার মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
নায়করাজ রাজ্জাক গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.