বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
ছেলে বাপ্পির অপেক্ষায় পেছাল রাজ্জাকের দাফন
প্রকাশিত - আগস্ট ২৩, ২০১৭ ১০:১৩ এএম

মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে দেশে পৌছাতে না পারায় পিছিয়ে গেছে কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের দাফন। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা ছিল।
জানা গেছে, গুলশানের আজাদ মসজিদে বাদ আসার রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তবে ছেলে বাপ্পি দেশে আসার আগ পর্যন্ত লাশ দাফন করা হবে না। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে অথবা বুধবার ভোরে কানাডা থেকে দেশে পৌছাবেন বাপ্পি।
সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে নেয়ার পরে সেখানে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকাল ১১টার পর এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নায়ক ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, জয়া আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা, অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানান।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.