গর্ভবতী অবস্থাতেই ফের বিয়ে করতে চলেছেন এষা!
প্রকাশ: ২০১৭-০৮-২৩ ১০:২৬:৪৮

বলিউড অভিনেত্রী এষা দেওল ফের বিয়ে করছেন। দিনক্ষণও পাকা হয়ে গেছে, ২৭ আগস্ট।অন্য কাউকে নয়, পাত্র স্বামী ভরত তখতানিই।
শীঘ্রই মা হচ্ছেন এষা। স্বামী ভরতকে ফের বিয়ে করছেন শ্বশুরবাড়ির প্রথা মেনে। এ রীতি অনুযায়ী, গর্ভবতীদের সাধ দেওয়া হয়। তার কিছু অন্যরকম নিয়ম থাকে। যে নিয়মে স্বামীর সঙ্গেই ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন নারীরা। যাতে স্বামী-স্ত্রীর বন্ধন আরও মজবুত হয় এবং আগত সন্তানও ভাল থাকে। এ বন্ধন সাতটি পাকের হয় না, হয় কেবল তিনটি পাকে।
ছোটবেলায় একই স্কুলে পড়তেন ভরত ও এষা। ২০১১ সালে হেমার পরিচালিত ‘টেল মি ও খুদা’র সেটে তারা একে অন্যের প্রেমে পড়েন। এক বছরের মাথায় বিয়ে। সম্প্রতি গ্রিস থেকে ফটোশুট সেরে এসেছেন হবু বাবা-মা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













