
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়েছে। জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি কিছু সময়ের জন্য কাজ করেনি। এর ফলে শত শত ফেসবুক ব্যবহারকারী ডেস্কটপ ও স্মার্টফোনে সামাজিক এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারেনি।
মার্কিনভিত্তিক এই সাইটটিতে এ সময়ে কোনো ব্যবহার কোনো পোস্ট বা আর্টিকেল বা লিংক শেয়ার করতে পারিনি।
ডাউন ডিটেক্টর নামের একটি ওয়েবসাইট বলছে, ইউরোপ, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের শত শত ব্যবহারকারী এ ব্যাপারে আজ অভিযোগ করে। এমনকি যুক্তরাষ্ট্রেও একই অবস্থা দেখা গেছে।
ডাউন ডিটেক্টর মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের এ বিষয়টি লক্ষ্য রাখে।
বাংলাদেশেও সন্ধ্যার দিকে এ ধরনের সমস্যার কথা জানান অর্থসূচকের এক প্রতিবেদক। তিনি ফেসবুকে লগ ইন করতে গেলে দেখায় “Facebook Will Be Back Soon” “Thanks for your patience as we improve the site.”