ধর্ষনে অভিযুক্ত ধর্মগুরুকে ১০ বছরের জেল
আপডেট: ২০১৭-০৮-২৮ ১৭:৫০:২১

ধর্ষণে দোষী সাব্যস্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ইনসানকে দশ বছরের জন্য কারাবাসের সাজা শোনানো হয়েছে। এর পরেই গুরুজি আদালতে কান্নায় ভেঙ্গে পড়েন বলে এনডিটিভি সূত্রে জানানো হয়েছে। সোমবার হরিয়ানার পাঁচকুলার সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক জগদীপ সিংহ রোহটকের সুনারিয়ার কেন্দ্রীয় কারাগারে গিয়ে জেলের ভিতরে তৈরি হওয়া অস্থায়ী এজলাসে গুরমিত রাম রহিম সিংহের সাজা ঘোষণা করেছেন।
এদিন দুপুরেই হেলিকপ্টারে করে বিচারককে কারাগারে নিয়ে আসা হয়েছিল। এই জেলেই ১৯৯৭ নম্বর কয়েদি হিসেবে জেলবন্দী রয়েছেন অতিপ্রভাবশালী রাম রহিম সিং। গত শুক্রবারই সিবিআই আদালত তাকে ধর্ষণে দোষী সাব্যস্ত করেছে। এর পরেই রাম রহিমের ভক্তরা হিংসায় মেতে উঠেছিল।
হরিয়ানা, পাঞ্জাব ছাড়িয়ে হিংসার আগুন দিল্লির দোর গোড়াতেও পৌঁছেছিল। এই হিংসায় ৩৭ জনের মৃত্যু ঘটেছে। এর পরেই সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে জেলের ১০ কিলোমিটারর মধ্যে কারও প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করেছিল। আধা সামরিক বাহিনী সব সময় টহল দিয়েছে। সেনাবাহিনীকেও রাখা হয়েছে হিংসা মোকাবিলার জন্য।
গোটা রোহটককে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সাজা ঘোষনার পরে যাতে রাম রহিমের ভক্তকুল যাতে ফের হিংসায় মেতে না উঠতে পারে সেজন্য সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে রিসায় রাম রহিমের ভক্তরা দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। উল্লেখ্য, সিরসা আশ্রমের দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে ২০০২ সালে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছিল। অবশ্য ধর্ষিতা এক সাধ্বী তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সহ বিভিন্ন জাযগায় যন্ত্রণার বিস্তারিত বিবরণ জানিয়ে চিঠি দিয়েছিলেন। এর পরেই মামলা শুরু হয়েছিল।
সিবিআইয়ের বিশেষ আদালতে প্রায় ১৪ বছর মামলাটি চলার পর স্বঘোষিত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে আদালত। হরিয়ানার ডেরা সাচ্চা সৌদার প্রধান রাম রহিম সিং ইনসানের পাঁচ কোটি শিষ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। তার সম্পত্তির পরিমানও প্রায় ৫ লক্ষ কোটি রুপি। তিনি একাধারে ঈশ্বরের দূত, গায়ক, অভিনেতা, পরিচালক। অনেকে তাকে রকস্টার বাবা বলেও চিহ্নিত করেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













