ক্ষমা না চাইলে টিআইবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ
প্রকাশ: ২০১৫-১০-২৯ ১৯:০২:৫০
সংসদ নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য দেয়ার কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, টিআইবি ক্ষমা না চাইলে এই সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেন, মহান সংসদ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেয়া যায় না। সংসদ নিয়ে বাজে কথা বলার জন্য টিআইবিকে ক্ষমা চাইতে হবে।
সানবিডি/ঢাকা/রাআ