

সৌদি আরবের প্রতি সন্ত্রাসের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ইয়েমেনে সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা অনলাইন। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিযোগিতা রয়েছে সৌদি আরব ও ইরানের মধ্যে। সহিংসতাকবলিত সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লেবাননে প্রতিপক্ষ গোষ্ঠীকে সমর্থন করে তারা।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে হাসান রুহানি বলেন, ইয়েমেনে সৌদি আরবের হস্তক্ষেপ এবং ইয়েমেন ও সিরিয়ায় সন্ত্রাসীদের সমর্থন তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্কোন্নয়নের পথে প্রধান বাধা। সৌদি আরবকে সন্ত্রাসে সমর্থন বন্ধ করতে হবে।’
ইয়েমেনে হুতি বিদ্রোহীরা শিয়া সম্প্রদায়ের। শিয়াপ্রধান ইরানের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে। ২০১৪ সালে ইরানের সমর্থিত হুতি বিদ্রোহী বাহিনী সুন্নিপ্রধান সরকার তাড়িয়ে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের দিকে অগ্রসর। ইয়েমেন গৃহযুদ্ধে সুন্নিপ্রধান সরকারকে সাহায্য করছে সৌদি আরব। তাদের নেতৃত্বে সুন্নি দেশের সামরিক জোট ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে।
সানবিডি/ঢাকা/এসএস