শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৩৫ বছর হজের খুতবা দিয়ে আসছিলেন শায়খ বিন বায
প্রকাশিত - আগস্ট ৩১, ২০১৭ ১১:৪১ এএম
নতুন এই খতিব রিয়াদের কুল্লিয়াতুশ শরিয়াহ থেকে ১৪১৭ হিজরিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উসূলে ফিকাহ, ফিকাহ ও আকিদাসহ বিভিন্ন বিষয়ে তার প্রায় ৬৭টি গ্রন্থ রয়েছে।
দীর্ঘ প্রায় ৩৫ বছর হজের খুতবা দিয়ে আসছিলেন শায়খ বিন বায। গতবার তার স্থলে প্রথমবারের মতো খুতবা দেন মসজিদে হারামের অন্যতম ইমাম ড. আবদুর রহমান আস সুদাইস।
আরাফার ময়দানে মসজিদে নামিরায় খুতবা দিয়ে থাকেন হজের খতিব। এই খুতবায় মুসলিম উম্মাহর জন্য থাকে নানা দিক নির্দেশনা।
ইতোমধ্যে হজযাত্রীরা মিনা থেকে আরাফার ময়দানের দিকে রওয়ানা করেছেন। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ অর্থাৎ হে আল্লাহ! বান্দা হাজির তোমার দরবারে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.