ভালো খেলতে চান নাইম-তাসামুলরা
আপডেট: ২০১৫-১০-২৯ ১৯:১৮:০৭
দেড় বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার নাইম ইসলাম। সর্বশেষ ২০১৪ সালে এশিয়া কাপে জাতীয় দলে ছিলেন তিনি। এবার জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ে জাতীয় দলের বিরুদ্ধে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ছয় ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের পরিবর্তে জিম্বাবুয়ে সিরিজের জন্য পাঁচজন ক্রিকেটারকে পাঠানো হচ্ছে। এরা হলেন, নাইম ইসলাম, নুরুল হাসান সোহান, তাসামুল হক, দেওয়ান সাব্বীর ও মুক্তার আলী। আজ রাত নয়টায় জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে তারা।
জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ডে দারুণ সেঞ্চুরি করেছেন নাইম ইসলাম। এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি। মিডিয়ার সামনে এই ক্রিকেটার বলেছেন, জাতীয় দলে ফেরার জন্য এটাই তার বড় সুযোগ।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। এখন আমাকে ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করতে হবে। আমার লক্ষ্য, বেশি রান সংগ্রহ করা। আমি মনে করি, পারফরম্যান্সই প্রধান। আমি যদি ভালো পারফরম্যান্স করতে পারি তাহলে অনেক সুযোগ আসবে।
ব্যাটসম্যান তাসামুল হক বলেছেন, আমি জানি কন্ডিশন আমার পক্ষে থাকবে না। কিন্তু আমি তা নিয়ে চিন্তা করছি না। কারণ, দিন শেষে এটি কোনও অজুহাত হতে পারে না। আমার কাজ হবে চ্যালেঞ্জ মোকাবেলা করা ও আমার ন্যাচারাল ক্রিকেট খেলা।
নুরুল হাসান সোহান বলেছেন, এটি আমার জন্য বড় সুযোগ। ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করছি। ‘এ’ দলেও আমার সেই পারফরম্যান্স ধরে রাখতে হবে। আমি জানি, আমাকে ধারাবাহিক হতে হবে। আমি বড় ইনিংস খেলার চেষ্টা করব।
অলরাউন্ডার মুক্তার আলী বলেছেন, ফিরে আসা ছয় ক্রিকেটারের মধ্যে পাঁচজনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। এখন আমাদেরকে তাদের জায়গা পূরণ করতে হবে। নাইম ভাই ছাড়া আমাদের কারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। আমি জানি না এটি আমার আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার প্লাটফর্ম হবে কিনা। তবে আমি আমার সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।
পেসার দেওয়ান সাব্বীর জিম্বাবুয়ের কন্ডিশন নিয়ে চিন্তিত নন। তিনি তার বড় ভাইয়ের কাছ থেকে সেখানকার কন্ডিশন সম্পর্কে তথ্য নিয়েছেন। তিনিও তার ‘এ’ দলে ডাক পাওয়ার সুযোগ ভালোভাবে কাজে লাগাতে চান।
সানবিডি/ঢাকা/রাআ