কোনো রান যোগ না করেই অল আউট অস্ট্রেলিয়া
প্রকাশ: ২০১৭-০৯-০৭ ১০:৩০:৫০

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন কোনো রান যোগ না করেই ইনিংস শেষ করল অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। এদিন ১১ বল খেলে কোনো রান না করেই হাতে থাকা একমাত্র উইকেটটি হারায় অজিরা।
সাকিব আল হাসান দিনের প্রথম ওভার করেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে নাথান লিয়নকে ফেরান মোস্তাফিজুর রহমান। স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আর অজিরা লিড নেন ৭২ রানের। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












