রাজশাহীর রেলওয়ে স্টেশন এলাকায় 'মহানন্দা এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশর সুপার জিয়াউল আহসান জানান, রাজশাহীর রেলস্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়ার সময় 'মহানন্দা এক্সপ্রেসের' ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাইন স্বাভাবিক করতে মেরামতের কাজ চলছে। ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান স্টেশর সুপার জিয়াউল আহসান।