মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে রোববার দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘মিয়ানমার থেকে আসা মানুষের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। যার মধ্যে গত ১৫ দিনে এসেছে প্রায় ৩ লাখ। শেখ হাসিনার সরকার নতুনদের মানবিক সহায়তা দেয়ার যথাসাধ্য চেষ্টা করছে। আর তাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরেই কাজ করছে কিন্তু মিয়ানমারের কারণে অগ্রগতি হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত আছে এবং তা আরও জোরদার করা হয়েছে।’
এদিকে রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের দেয়া এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে।
তিনি জানান, আগে থেকেই বাংলাদেশে ৪ লাখ রোহিঙ্গা রেজিস্টার্ড ছিল। আর মিয়ানমারের সাম্প্রতিক সেনা নির্যাতনে ৩ লাখের বেশি শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।
জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয়রা জানিয়েছে, নাফ নদীর জল সীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা।