বিশ্ব একাদশের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য বিশ্ব একাদশকে করতে হবে ১৯৮ রান। টস হেরে ব্যাট করতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৮ রান করে ফিরে যান ফখর জামান। তবে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের বড় স্কোরের ভিত গড়ে দেন আহমেদ শেহজাদ ও বাবর আজম। দ্বিতীয় উইকেটে তারা দুজন ১২২ রানের জুটি গড়েন। এরপর ব্যক্তিগত ৩৯ রানে বেন কাটিংয়ের বলে ড্যারেন স্যামির বলে আউট হয়ে ফিরে যান শেহজাদ।
শেহজাদ ফিরে যাওয়ার ১২ রানের মাথায় ফিরে যান বাবর আজম। যাওয়ার আগে খেলে যান ৮৬ রানের ঝড়ো ইনিংস। যা তিনি মাত্র ৫২ বলে ১০টি চার ও ২টি ছক্কার সম্বনয়ে করেন। এরপর শোয়েব মালিকের ২০ বলে করা ৩৮ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। বল হাতে বিশ্ব একাদশের থিসারা পেরেরা ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মরনে মরকেল, কেন কাটিং ও ইমরান তাহির।