মাশরাফিদের অনুশীলন ক্যাম্প শুরু

প্রকাশ: ২০১৫-১০-২৯ ২০:২১:৪৯


unti_88669আগামী ৭ নভেম্বর থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওডিআই ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে টাইগাররা। বৃহস্পতিবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরুর আগে বেলা সোয়া দুইটায় কোচের কাছে রিপোর্ট করেন প্রাথমিক স্কোয়াডের ১১ সদস্য।

এরা হলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, শফিউল ইসলাম, এনামুল বিজয়, ইমরুল কায়েস, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

তবে যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভাবা স্ত্রীর কাছে থাকায় প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট থেকে ফিরে ৩১ অক্টোবর দলের সঙ্গে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় টাইগার ‘এ’ দলের হয়ে সিরিজে অংশ নেওয়ায় অনুশীলনে অনুপস্থিত ছিলেন আল আমিন হোসেন, জুবায়ের হোসেন লিখন, লিটন দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বী। তবে, দক্ষিণ আফ্রিকা মিশন শেষ করে তারাও ৩১ অক্টোবর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি সূত্র।

গেল সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরকালে ইনজুরিতে আক্রান্ত টাইগার পেসার তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রয়েছেন।

দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত এই পেসার জানান, এই মুহূর্তে শতভাগ ফিট আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং এর জন্যও পুরোপুরি প্রস্তুত। সুযোগ পেলে দলের জন্য শতভাগ দিতেও প্রস্তুত আছেন এই টাইগার পেসার। প্রায় চার মাসের লম্বা বিরতির পর ঘরের মাটিতে সিরিজ হওয়ায় বেশ খুশিও তিনি।‍

সানবিডি/ঢাকা/রাআ