২৮৫ রানে পিছিয়ে প্রোটিয়া একাদশ
আপডেট: ২০১৭-০৯-২২ ১২:২৯:৪৫

বেনোনিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনটি নিজেদেরই করে নিয়েছে বাংলাদেশ।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে মুমিনুল হক, অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
দলের পক্ষে মুমিনুল হক ৬৮, মুশফিক ৬৩ ও সাব্বির রহমান ৫৮ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া সোম্য সরকার ৪৩ ও ইমরুল কায়েস ৩৪ রান করেন।
জবাবে ১ উইকেট হারিয়ে ২১ রানে দিনশেষ করেন স্বাগতিকরা। বাংলাদেশ এগিয়ে রয়েছে ২৮৫ রানে।
ব্যাট করতে নেমে ১ উইকেট হারান স্বাগতিকরা। এরপর যদিও তারা আর ব্যাট করতে নামেননি।
অর্থাৎ দিনশেষে ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। আইজ্যাক ডিকাগল ১২ রান করেই সাব্বির রহমানের হাতে রানআউট হয়ে যান। ইয়াসিন ভালি অপরাজিত রয়েছেন ৯ রানে।
দ্বিতীয় দিনে টাইগার বোলাররা আগুনঝরা বোলিং করতে পারলে এই দিনটিও নিজেদের হবে। আর টেস্ট সিরিজ শুরুর আগে এটি হবে টাইগার ক্রিকেটারদের জন্য অনেক বড় উৎসাহের বিষয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












