বেনোনিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনটি নিজেদেরই করে নিয়েছে বাংলাদেশ।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে মুমিনুল হক, অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
দলের পক্ষে মুমিনুল হক ৬৮, মুশফিক ৬৩ ও সাব্বির রহমান ৫৮ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া সোম্য সরকার ৪৩ ও ইমরুল কায়েস ৩৪ রান করেন।
জবাবে ১ উইকেট হারিয়ে ২১ রানে দিনশেষ করেন স্বাগতিকরা। বাংলাদেশ এগিয়ে রয়েছে ২৮৫ রানে।
ব্যাট করতে নেমে ১ উইকেট হারান স্বাগতিকরা। এরপর যদিও তারা আর ব্যাট করতে নামেননি।
অর্থাৎ দিনশেষে ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। আইজ্যাক ডিকাগল ১২ রান করেই সাব্বির রহমানের হাতে রানআউট হয়ে যান। ইয়াসিন ভালি অপরাজিত রয়েছেন ৯ রানে।
দ্বিতীয় দিনে টাইগার বোলাররা আগুনঝরা বোলিং করতে পারলে এই দিনটিও নিজেদের হবে। আর টেস্ট সিরিজ শুরুর আগে এটি হবে টাইগার ক্রিকেটারদের জন্য অনেক বড় উৎসাহের বিষয়।