মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদে ফেরার ব্যবস্থা করতে হবে
প্রকাশ: ২০১৭-০৯-২৬ ০০:২৫:২২

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপো গ্র্যান্ডি।
সোমবার বিকালে গুলশানের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, মিয়ানমার সরকারকে রাখাইনে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর তাতেই হবে সংকটের সমাধান। আর এটা মিয়ানমারকেই করতে হবে।
ফিলিপো গ্র্যান্ডি এ সময় শরণার্থীদের আশ্রয় ও সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহায়তা দিয়ে বিশাল এবং অভাবনীয় একটি নজির গড়েছে। এখন বিশ্ব সম্প্রদায়কে এই বিপুলসংখ্যক শরণার্থীর দায়িত্ব নিতে হবে। শরণার্থীদের ত্রাণ সহায়তায় তিনি বিশ্বের বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।
গ্র্যান্ডি সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিতে রাখাইনে সাহায্যকর্মীদের প্রবেশের অনুমতি দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন বন্ধ ও সহিসংতা রোধে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান।
গ্র্যান্ডি ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর গত দু’দিন কক্সবাজারে ছিলেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













