চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন ‘বাহুবলী ২’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া প্রভাস ও অনুষ্কা জুটি। সেন্সর বোর্ডের সদস্য, ফিল্ম ক্রিটিক এবং প্রভাস-অনুষ্কার কাছের বন্ধু উমের সান্ধু এ তথ্য জানান।
টুইটারে এক টুইটে তিনি বলেন, ‘বাহুবলী ফ্যানেদের জন্য ব্রেকিং নিউজ। প্রভাস এবং অনুষ্কা আগামী ডিসেম্বরে এনগেজমেন্ট করছেন। তাঁরা অফিশিয়ালি প্রেমের সম্পর্কে রয়েছে।’
এ টুইটের পর স্বাভাবিক ভাবেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তবে কি দু’জনে গোপন করছেন তাঁদের সম্পর্কের কথা? জবাবে ফের উমের সান্ধু আরও একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, ‘যারা জানতে চেয়েছিলেন, হ্যাঁ এটা সত্যি, প্রভাস এবং অনুষ্কা এখন কাপল। সম্পর্কের কথা জানানোর জন্য তারা সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন।’