ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী এ জাতীয় সব গেমের লিংক কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্ট ব্লু হোয়েল গেমটি বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের মধ্যে গেমটির সব লিংক এবং রাত্রিকালীন ইন্টারনেটের বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশ দেন।
এর আগে রোববার রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. কাউসার, অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক ও সুব্রত বর্ধন ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছেন।
সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যা করেন বলে গুজব ছড়ায়। এর পর দেশের বিভিন্ন স্থানে ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যার চেষ্টাকালে আহত হওয়ার খবর পাওয়া যায়। এসবের পরিপ্রেক্ষিতেই আইনজীবীরা এ রিট করেন।