জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের সদর উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ মাঠপাড়া গ্রামে মোজাফ্ফরের বাড়ি ঘেরাও করা হয়। বাড়ির মালিক মোজাফ্ফরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশে মাঠপাড়া গ্রামের ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। এখনও অভিযান শুরু হয়নি। নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে ওই বাড়ির আশপাশের লোকজনকে সরিয়ে নিচ্ছে পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিরামপুর-পাগলাদহ গ্রামের ব্রিজের কাছাকাছি ওই বাড়িটির অবস্থান। ঘটনাস্থলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বাড়ির মালিকসহ পরিবারের সদস্যরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। প্রাথমিকভাবে তিনি জানান, বগুড়া ডিবি, পুলিশ হেডকোয়ার্টারের সদস্য, গোয়েন্দা পুলিশ, সোয়াট, যশোর পুলিশ এবং বিস্ফোরক ডিসপোজাল ইউনিটসহ আইনশৃংখলা বাহিনীর ছয়-সাতটি টিম বাড়িটি ঘিরে রেখেছে।
মোজাফফরের প্রতিবেশী বাবুল শেখের স্ত্রী রাজিয়া বেগম জানান, টিনশেডের তিনটি কক্ষের বাড়িতে মোজাফফর তার স্ত্রী ও তিন মেয়ে নিয়ে থাকেন। বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। মোজাফফর ইমামতি করেন এবং তার স্ত্রী দর্জির কাজ করেন। তবে তাদের জঙ্গি কার্যক্রম বা সন্দেহজনক কোনো আচরণের তথ্য তিনি জানাতে পারেননি।