৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বুধবার প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ৫ হাজার ৩৭৯ জন মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল সংস্থাটির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে।
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, নভেম্বরের দ্বিতীয় অংশে লিখিত পরীক্ষায় নির্বাচিতদের মৌখিক পরীক্ষার ডাক পড়তে পারে। সে লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।
গত ২৩ মে এই বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। সেই হিসাবে পাঁচ মাস পর পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২লাখ ৪৩হাজার ৪৭৬জন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২লাখ ৬হাজার ৪৫৩জন। প্রিলিমিনারি পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
ক্যাডার সার্ভিসে কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই বিসিএসে সাধারণ ক্যাডারে ৪৬৫জন, সহকারি সার্জন ২৭২জন, পেশাগত ক্যাডারে ২৬৫জন এবং শিক্ষা ক্যাডারে ২২৪জন নিয়োগের কথা আছে। তবে সংখ্যা বাড়তে পারে।
এনিয়ে বিগত ৪বছরে ৩টি বিসিএস পরীক্ষা সম্পন্নের পথে। সেই হিসাবে এক একটি বিসিএসে গড়ে সোয়া বছর সময় লাগল। এর আগে আড়াইবছরের বেশি সময় নিয়ে একটি বিসিএসে নিয়োগ প্রক্রিয়া শেষ করার রেকর্ড আছে।