আমরণ অনশনে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

প্রকাশ: ২০১৫-১০-৩০ ১৬:২১:৩৬


photo-1446198797স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করাসহ তিন দফা দাবিতে শেষ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচিতে গেলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

আজ শুক্রবার সকাল থেকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি পালন করছে।

অনশনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু, সহসভাপতি রাশেদুর ইসলাম তপনসহ অন্যরা উপস্থিত আছেন।

এশারত আলী বলেন, ‘আমাদের দাবি পূরণের লক্ষ্যে এত দিন আমরা শান্তিপূর্ণ নানা কর্মসূচি দিয়েছি। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেছি। কিন্তু সরকার আমাদের ডাকে কোনো সাড়া দেয়নি।’

তাপস কুমার কুণ্ডু বলেন, ‘সরকার শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলে। কিন্তু ১২ লাখের বেশি শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা ও কোনোরকম সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।’

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের অন্য দুটি দাবি হলো যোগদানের তারিখ থেকে বয়স গণনা করতে হবে এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বা পাঠদান বন্ধ রাখতে হবে।