সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে বালাইনাশক আইন-২০১৭ অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এ ছাড়া ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাবও অনুমোদন করা হয়।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
উল্লেখ্য, পেসটিসাইড অর্ডিনেন্স ১৯৭১-কে পরিবর্তন করে বালাইনাশক আইন-২০১৭ প্রণয়ন করা হয়েছে। গত ১৯ মার্চ কিছু পর্যবেক্ষণসহ আইনটি নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সোমবার চূড়ান্ত অনুমোদন পাওয়া আইনটিতে ৩৬টি ধারা করা হয়েছে।