বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল)'র সময়সূচি পরিবর্তন হয়েছে । দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরের ম্যাচগুলো প্রথমদিকে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। সিলেট-পর্ব শেষে আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা-পর্ব শুরু হবে।
নতুন সূচি অনুযায়ী এখন থেকে দুপুরের ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। আর রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। অন্যদিকে শুক্রবারের ম্যাচগুলো হবে দুপুর ২টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায়।
এর আগে সিলেটে প্রথম ম্যাচে অতিরিক্ত শিশিরের কারণে কিছুটা সমস্যা হচ্ছিল রাজশাহী কিংসের। এছাড়া ম্যাচ শেষ হতে প্রায় সময় রাত ১১টা বেজে যাচ্ছে। এতে ঘরমুখো দর্শকরা পড়ছেন বিড়ম্বনায়। তাই সার্বিক দিক বিবেচনা করে দিনের খেলার সময়সূচি পরিবর্তন করেছে বিপিএল কর্তৃপক্ষ।
এ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘সন্ধ্যায় অনেক বেশি শিশির পড়ছে। এ কারণে দ্বিতীয় ম্যাচে বোলিং করা দলগুলোর সমস্যা হচ্ছে। এ ছাড়াও পরদিন মাঠ প্রস্তুত করার জন্য কিউরেটর মাঠ কর্মীদেরও খানিকটা সময় দেয়া দরকার। তাই সবদিক বিবেচনা করে খেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।