বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে টাকা তোলার অনুমোদন পাওয়া আমান কটনের কাট অফ প্রাইজ নির্ধারিত হয়েছে ৪০ টাকা। যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে সোমবার বিকাল ৫টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত চলা বিডিংয়ে এ দাম নির্ধারিত হয়েছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতিষ্ঠানটির শেয়ার দাম দাঁড়াবে ৬৬ টাকা।
প্রতিষ্ঠানটির বিডিং শুরু হয় ১৫ টাকায়। বিডিংয়ের প্রথম আধাঘণ্টায় একজন যোগ্য বিনিয়োগকারী ১৫ টাকা দরে ৬ লাখ ৬৬ হাজার ৬০০টি শেয়ার ৯৯ লাখ ৯৯ হাজার টাকায় কেনার প্রস্তাব দেন। এর পর একে একে ৪৯২ জন যোগ্য বিনিয়োগকারী বিডিংয়ে অংশ নেন।
বিডিংয়ে সর্বোচ্চ দর পড়েছে ৬৫ টাকা। এ দরে একজন বিনিয়োগকারী ১ লাখ ৭৮ হাজার ৫০০টি শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছেন। আর সব থেকে কম দাম পড়েছে ১১ টাকা। এ টাকায় আটজন যোগ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শেয়ার কেনার প্রস্তাব দেন।
বিডিংয়ে অংশ নেয়া যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বিনিয়োগকারী আমান কটনের শেয়ার ২০ টাকা দিয়ে কেনার অগ্রহ দেখিয়েছেন। এ দামে শেয়ার কেনার প্রস্তাব দেন ১৪০ জন।
এ ছাড়া ৬৪ জন যোগ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির দর দিয়েছেন ২৫ টাকা, ৫৮ জন দর দিয়েছে ১৫ টাকা, ৫০ টাকা দর দিয়েছেন ৩৪ জন, ৩০ জন দর দিয়েছেন ১২ টাকা, ২২ জন ১৬ টাকা, ১৯ জন দর দিয়েছেন ৩০ টাকা, ১৮ জন দর দিয়েছেন ৪০ টাকা, ১৭ জন দর দিয়েছেন ২৭ টাকা, ১০ জন ৩৫ টাকা দর দিয়েছেন। বাকি দরগুলো দিয়েছেন ১০ জননেরও কম বিনিয়োগকারী।
গত ১২ সেপ্টেম্বর কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ৪৯ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা কারখানায় আধুনিক মেশিনারিজ ক্রয়ে ব্যয় হবে।
কোম্পানিটি জানিয়েছে, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরে (অনিরীক্ষিত) কর পরিশোধের পর আমান কটনের প্রকৃত মুনাফা হয়েছে ২৭ কোটি ৬৯ লাখ টাকা। যা এর আগের বছরে ছিল ২৭ কোটি ৭ লাখ টাকা।
আমান কটনকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যুর রেজিস্টারের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।