আগারগাঁওস্থ নির্বাচন ভবনে জঙ্গি হামলার আশঙ্কা করছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের এক বছর আগেই নিরাপত্তা জোরদারে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। গত বৃহস্পতিবার আইজিপি’র কাছে ইসির পক্ষ থেকে ইসি সচিবালয়ের উপ-সচিব আবদুল হালিম খান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। এতে ‘দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার শঙ্কা’ মাথায় রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি ও নির্বাচন কমিশনারদের দপ্তর অবস্থিত। এছাড়া ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটও এখানে। নির্বাচন ভবনে প্রতিনিয়তই রাজনৈতিক দল, মন্ত্রী, সংসদ সদস্য, দেশি-বিদেশি গণমান্য ব্যক্তিরা আসছেন। আগামীতে অনুষ্ঠিতব্য ছয় সিটি করপোরেশন নির্বাচন ও একাদশ সংসদ নির্বাচনের সংশ্লিষ্ট কার্যক্রমও শুরু হয়েছে। নির্বাচন কমিশন একটি স্পর্শকাতর ও সাংবিধানিক প্রতিষ্ঠান।
সম্প্রতি কিছু জঙ্গিগোষ্ঠী বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ অবস্থায় নির্বাচন ভবনের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা ও সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।