সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক বিদ্যালয়ে গত তিন দিনে তিন শিক্ষকের মৃত্যু হয়েছে। মফিজউদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ে কাকতালীয় এ ঘটনায় ছাত্র-শিক্ষক-ম্যানেজিং কমিটি এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও হালুয়াকান্দি গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে তার নিজ বাসবভবনে ইন্তেকাল করেন।
একই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক কামরুল হাসান (৩৯) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি উপজেলার জামতৈল কোটপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
বুধবার বাদ জোহর কামারখন্দ সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে কামারখন্দ কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে (৫৫) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জেলার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শুক্রবার দুপুরে কামারখন্দ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।