রাজধানীর গুলিস্তানে মদিনাতুল মাদ্রাসায় এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাতে গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের কাছ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু ছাত্রের নাম মো. জিদান (১১)। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। গুলিস্তানের ওই মাদ্রাসায় থাকতো সে।
নুরানি বিভাগের শিক্ষক মোহাম্মদ রাফসান জানান, ভোররাতে হাফেজি বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুদ্দিন টয়লেটে যাওয়ার পথে ফ্লোরে রক্ত দেখতে পান। পরে সবাইকে ঘুম থেকে ডেকে বিষয়টি খোঁজ করতে বলেন। এর পরই টয়লেটের পাশে শ্বাসনালি কাটা অবস্থায় জিদানকে পাওয়া যায়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার এসআই রেজাউল জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।