ছবিতে জাদুকর
প্রকাশ: ২০১৫-১০-৩০ ১৯:৪৯:৫২

ডোপ করেছেন, বোঝা গিয়েছিল তখনই
ডোপ করেছেন, বোঝা গিয়েছিল তখনই হ্যান্ড অফ গড বামপন্থী বন্ধু তুমি শত্রু তুমি প্রথম কদম (ক্লদিয়া) ফুল রাজার সঙ্গে রাজপুত্তুর ফিদেল, শাভেজও শোনেন চুপ করে মায়ের অবর্তমানে মায়ের কাছে নাপোলিতে মোনেপলি হাফডজন ইংরেজ, একটা ”বাপের ব্যাটা”