প্রচুর সমস্যা, প্রচুর প্রতিবন্ধকতা কাটিযে অবশেষে ছাড়পত্র পেল সঞ্জয় লীলা বনশালীর বিতর্কিত সিনেমা পদ্মাবতী৷ রাজপুত রানি পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। কিন্তু ছবি মুক্তির বাধা পেরোতেই পারছেন না নির্মাতা সঞ্জয় লীলা বনশালি। রাজস্থানের কারনি সেনাদের প্রতিবাদ, বিক্ষোভে একের পর এক মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে সিনেমাটির৷ তবে পূর্ব নির্ধারিত তারিখে ব্রিটেনে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’।
ব্রিটিশ সেন্সর বোর্ড পদ্মাবতীকে ১২-এ রেটিং দিয়েছে। কোনও দৃশ্যে কাটছাঁট করা হয়নি বলে সূত্রের খবর৷ ১২-এ রেটিংয়ের অর্থ, অভিভাবক সঙ্গে না থাকলে কোনও ১২ বছরের কমবয়সী দর্শক সিনেমাটি দেখতে পারবে না। তবে এতে সন্তুষ্ট নন সিনেমাটির প্রযোজক সংস্থা৷ তারা ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র ছাড়া বিশ্বের কোথাও সিনেমাটির মুক্তির কোনও পরিকল্পনা তাদের নেই বলে জানানো হয়েছে ৷
ছবিটিতে রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার স্বামী রাওয়াল রতনের চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর। আলাউদ্দিন খিলজীর চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। ছবিটি ব্রিটেনে মুক্তি পেলেও ভারতে মুক্তি পাচ্ছে না। ছবিতে রাজপুত ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ৷ ভারতের জাতীয়তাবোধ ও সংস্কৃতিকেও আঘাত করা দাবি উঠেছে৷
সূত্রের খবর আগামী বছরের গোড়াতে দেশে মুক্তি পাবে পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই ছবি। তবে আরেক সূত্র বলছে, ফেব্রুয়ারি মাসে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে ছবি মুক্তি নিয়ে নতুন করে বিক্ষোভের আশঙ্কা থাকছে৷