বিজেপি নেতা ভারতের আসাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘অতীত পাপের ফল ক্যান্সার রোগ। যা স্রষ্টার ন্যায়বিচার। বাবা-মায়ের পাপের কারণেও সন্তানের ক্যান্সার রোগ হয়।’ বুধবার গোয়াহাটিতে এক জনসভায় বিজেপি নেতা ক্যান্সারকে পাপের ফল আখ্যায়িত করে বক্তব্য দেন।
হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যান্সার রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা। বিজেপি নেতার এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেছেন দেশটির বিরোধী দলের নেতারা।
হেমন্ত শর্মা রাজ্যে ক্যান্সার রোগের বিস্তৃতি নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা ঢাকতেই এই মন্তব্য করেছেন বলে দাবি করেছেন আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই মন্তব্যের জন্য ধিক্কার জানানো হয়েছে এবং সমালোচনার ঝড় উঠেছে। সূত্র: বিবিসি