শেষ চারের আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না রাজশাহীর। প্রথমে ব্যাট করে চিটাগংয়ের সামনে ১৫৮ রানের টার্গেট দেয় তারা। পরে কাজী অনিক ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ১২৪ রানেই গুটিয়ে যায় চিটাগং। ৩৩ রানের কাঙ্খিত জয় তুলে নেয় রাজশাহী।
বুধবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ড্যারেন স্যামির ৪০, মুশফিকুর রহিমের ৩১, জেমস ফ্র্যাঙ্কলিনের ৩০ এবং রুক রাইটের ২৫ রানের সুবাদে ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজশাহী। তবে এর জন্য রাজশাহীকে খোয়াতে হয় ৬ উইকেট।
চিটাগংয়ের পক্ষে লুইস রিচি ৩ এবং তাসকিন আহমেদ, নাইম হাসান ও সানজামুল ইসলাম ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি চিটাগং। ব্যাটসম্যানরা রান পেলেও কেউ মাঠে স্থায়ী হতে পারছিলেন না। নিয়মিত বিরতিতে পড়ছিল উইকেট।
বিশেষ করে কাজী অনিক ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে বেশ বেকায়দায় পড়ে যান চিটাগংয়ের ব্যাটসম্যানরা।
চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন স্টেইন ভেন জিল। এছাড়া এনামুল হক ২৩ এবং সিকান্দার রাজা ১৭ এবং সৌম্য ও তানভির হায়দার ১৩ রান করেন।
শেষ পর্যন্ত ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে চিটাগং। রাজশাহী পায় ৩৩ রানের জয়।
রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন অনূর্ধ্ব ১৯ দলের কাজী অনিক। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি এবং মোহাম্মদ সামি ও উসমান মীর একটি করে উইকেট নেন।