রাজধানীর শ্যামলী এলাকায় দিনেদুপুরে যাত্রীবাহী বাসে ঢুকে শহীদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ শহীদুল মধ্য বাড্ডার লিংক রোডের চেয়ার বাজার নামের একটি দোকানের কর্মচারী। দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।
আহত শহিদুলের দাবি, দোকানের কাজে তিনি সোমবার সকালে সাভার যান। সাভার থেকে বৈশাখী পরিবহনে করে মধ্য বাড্ডার দোকানে ফিরছিলেন। বাসটি দুপুর দেড়টার দিকে শ্যামলী এলাকায় এলে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে ওই বাসে ওঠে। এরপর তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এতে বাধা দিল তারা শহিদুলের ডান হাতে একটি গুলি করে ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ওই ব্যাগে চেয়ার মেরামতের কিছু জিনিসপত্র ছাড়া আর কিছু ছিল না বলেন জানান শহিদুল।
পরে তিনি মধ্য বাড্ডায় দোকানে গেলে দোকান মালিক আবুল বাশার তাকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।