দ্বাদশ রাউন্ডে হেরে জাতীয় দাবার শিরোপা লড়াই থেকে ছিটকে গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিয়া।
দাবা ফেডারেশনে সোমবার দ্বাদশ রাউন্ডে বাকি দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিব জিতেছেন। গতবারের চ্যাম্পিয়ন রাজীব ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, গতবারের রানারআপ রাকিব মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজাকে হারান।
১০ করে পয়েন্টে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন রাজীব ও রাকিব। জাতীয় দাবার এবারের শিরোপা উঠবে এই দুই জনের একজনের হাতে। মঙ্গলবার হবে ত্রয়োদশ ও শেষ রাউন্ডের খেলা।
দ্বাদশ রাউন্ডে ফিদে মাস্টার নাসির আহমেদকে হারিয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। ফিদে মাস্টার আমিনুল ইসলাম ড্র করেছেন ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষের সঙ্গে। শরীফ হোসেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের বিপক্ষে জিতেছেন।
ফিদে মাস্টার মাহফুজুর রহমানের বিপক্ষে জিতেছেন মোহাম্মদ ফাহাদ রহমান। সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে আমিনুলের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন দেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টার।