রাজস্থানে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ২৭

প্রকাশ: ২০১৭-১২-২৩ ১২:১৫:৫৬


busভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২৭ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার সকালে রাজ্যের ডাবি এলাকার কাছে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানান, রাজ্যের সাওয়াই মাধোপুর জেলার বানাস নদীদে একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় ২৭ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

এ ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালাতে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের সাওয়াই মাধোপুর হাসপাতালে নেয়া হয়েছে।