দিনভর কাজে ব্যস্ত থাকার বাড়ি ফিরে ক্লান্তির কবলে পড়ে রোজ স্নান করেন না প্রায় এক তৃতীয়াংশ মহিলা। নয়া এক সমীক্ষা এই তথ্য প্রকাশ্যে এনেছে।
সমীক্ষা বলছেন, ব্রিটেনের প্রতি তিনজনের মধ্যে একজন মহিলাই নাকি কাজ করে বাড়ি ফিরে এতই ক্লান্ত হয়ে যান, যে স্নানের কথা ভুলেই যান। একদিন নয়, টানা তিনদিন স্নান না করেই ব্রিটেনের বহু মহিলা দৈনিক অফিস-কাছারিতে যাতায়াত করেন।
অন্তত ৫৭ শতাংশ মহিলাই এ কথা স্বীকার করে বলেছেন, স্বাস্থ্য নিয়ে তারা যথেষ্ট সচেতন। কিন্তু কাজের চাপে স্নান করার সময় পান না তাঁরা।
একটি প্রসাধনী সংস্থার সমীক্ষায় এই তথ্য প্রকাশ্যে এসেছে। প্রায় ২ হাজার মহিলার উপর এই সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে, ৬০ শতাংশ মহিলাই রাতে ঘুমোতে যাওয়ার আগে মেক-আপ তুলতে উৎসাহ বোধ করেন না।