পণ্ড হলো ’সেলফি উইথ মোদি’
প্রকাশ: ২০১৫-১০-৩১ ১৬:০৪:২৪

ভোটারদের নিজ দলের প্রার্থীর পক্ষে টানতে এক অভিনব প্রচারণা কোশল নিয়েছিল বিজেপি। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে নেয়া প্রকল্পটির নাম ‘সেলফি উইথ মোদি’। সাত দফা প্রচারণাও চালানো জয়। কিন্তু সেটি ব্যর্থ হয় চরমভাবে। শনিবার ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ‘সেলফি উইথ মোদি’ প্রচারণায় ১ কোটি ৬ লাখ রুপি ব্যয় করে বিজেপি। কিন্তু কেজরিওয়ালের ‘ঝাড়ু’ঝড়ে তা মুখ থুবড়ে পড়ে। ফলে এ প্রচারণা আর অন্য কোনো বিধান সভা নির্বাচনে চালায়নি কেন্দ্রে ক্ষমতাসীন দলটি।
ওই প্রকল্পের প্রথম দফায়ই ৮৬ লাখ রুপি ব্যয় হয়। বিভিন্ন সংসদীয় আসনে প্রধানমন্ত্রী মোদির ভার্চুয়াল ইমেজের সঙ্গে সেলফি তুলতে বুথও স্থাপন করা হয়।
গত লোকসভা নির্বাচনে এক মোদির কাঁধে ভর করেই ক্ষমতায় আসে বিজেপি। মোদি ম্যাজিক তখন সফল হলেও এক বছরের মাথায় দিল্লি নির্বাচনে তা কোনো কাজে আসেনি।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












