বিনিয়োগকারীদের তিন মাসের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দামেই হোলসিম বাংলাদেশ কেনার সিদ্ধান্ত নিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।
এজন্য সিমেন্ট খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ সংশোধিত ক্রয়-বিক্রয় চুক্তি কার্যকরে প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ক্ষমতা দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকায় হোলসিম বাংলাদেশের শতভাগ শেয়ার কিনতে সংশোধিত চুক্তিটি কার্যকর করবে সুরমা সিমেন্ট।
এদিকে হোলসিম কেনার ঝুলন্ত বিষয়টি নিষ্পত্তি হওয়ার খবরের মধ্যে রোববার ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে লাফার্জ সুরমা সিমেন্টের।
বেলা ১২টা নাগাদ এই শেয়ারটি আগের দিনের চেয়ে ৫ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৫৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল।