সুইমিংপুলের বাথরুমে ৫টি গোপন ছিদ্র, স্থগিত রয়েছে প্রশিক্ষণ

প্রকাশ: ২০১৫-১০-৩১ ১৬:১৯:২২


swiming poolরাজধানীর ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলের বাথরুমের দেয়ালে ৫টি গোপন ছিদ্র পাওয়া গেছে। অভিযোগ উঠেছে এই ছিদ্রে গোপন ক্যামেরা ব্যবহার করা হয়। কে বা কারা কখন এই ছিদ্র করেছে তা খতিয়ে দেখবে জাতীয় ক্রীড়া পরিষদ।

মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সুইমিংপুলে নারীদের সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। সাঁতার প্রশিক্ষণার্থী তানজিমা হাসান (২৫) ওই অভিযোগ করেছেন বলে ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে। সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা বলেছেন, ‘তানজিমা হাসান একমাস আগে ভর্তি হয়েছেন সাঁতার শেখার জন্য। তিনি যদি দেখেই থাকেন ছিদ্র হয়েছে তাহলে কেন সাথে সাথে আমাদের জানাননি।’

মহিলা সাঁতারুরা সাঁতার প্রশিক্ষণের পর বাথরুমে গিয়ে পোশাক পরিবর্তন করেন। সেই বাথরুমে ৫টি ছিদ্র পাওয়া গেছে বলে সংস্থা সূত্রে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ বিষয়টি জানতে পেরে গতকালই সুইমিংপুলে প্রতিনিধি পাঠিয়ে সাঁতার প্রশিক্ষণ বন্ধ রেখেছে। ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) তাসলিমা আক্তার বলেছেন, ‘আপাতত প্রশিক্ষণ বন্ধ রাখা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ মহিলা ক্রীড়া সংস্থায় যাবেন এবং উনারা সিদ্ধান্ত নেবেন।’

সানবিডি/ঢাকা/রাআ