ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, শুক্রবার ভোরে উপজেলার কাশীপুরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ( ৪৫ ) উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের ইয়াদ আলীর ছেলে।
নিহতের ভাতিজা আরিফ হোসেন বলেন, তার চাচা রবিউল রাঙ্গিয়ারপোতা মসজিদের ইমাম। তাছাড়া কোটচাঁদপুরে তার ভুসিমালের আড়ত রয়েছে।
“চাচা বাইসাইকেলে করে আড়তে যাচ্ছিলেন। সেখান থেকে মাল নিয়ে কালীগঞ্জ যাবেন বলে কথা ছিল।।”
কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ওসি বিপ্লব বলেন, রবিউলকে কাশীপুরে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
“পুলিশ গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালেও চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরে তার মৃত্যু হয়। তাকে কুপিয়ে আহত করা হয়েছে।”
পুলিশ তাৎক্ষণিকভাবে খুনি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।
তবে ওসি বিপ্লব বলেন, আহত রবিউলকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে রাস্তার ওপর একটা কাটা গাছ ছিল।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা ব্যারিকেড দিয়েছিল। রবিউল তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”