ভুলে নতুন ফিচারের বেটা সংস্করণ উন্মুক্ত করে দিয়েছে চ্যাটিং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। ‘রিপ্লাই প্রাইভেটলি’ ফিচারের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ এমন খবর আগেই জানানো হয়েছিল। ভুল করে আপডেটে এই ফিচারটিই উন্মুক্ত করেছে অ্যাপটি-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।
এই ফিচারের মাধ্যমে গ্রুপ চ্যাটিংয়ে কাউকে ব্যক্তিগত বার্তা পাঠানোর প্রয়োজন হলে সেটি সহজেই করা যাবে। এর জন্য গ্রুপ থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। ওয়াবেটালইনফো জানায়, শুধু অ্যাডমিনিস্ট্রেটর এই সুবিধা পাবেন। অ্যান্ড্রয়েড আপডেটে নতুন ফিচারগুলোর বেটা সংস্করণ যাচাই করে থাকে এই ওয়েবসাইটটি।
নতুন আপডেটে ভুলে এটি চালু করে দিয়েছে ডেভেলপাররা। পরবর্তীতে তা সরিয়েও নেওয়া হয়েছে।
বেশ কিছু নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে কিছু ফিচার যোগও করা হয়েছে। ট্যাপ-টু-আনব্লক, গ্রুপ চ্যাটে ব্যক্তিগত বার্তা দেওয়ার সুবিধাসহ অনেকগুলো ফিচার যোগ হচ্ছে নতুন আপডেটে।
ট্যাপ-টু-আনব্লক ফিচারের মাধ্যমে ব্লক করা রয়েছে এমন কন্টাক্টস-এর ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে সেখানে আনব্লক করার অপশন দেখানো হবে। ফলে সহজে কন্টাক্টস আনব্লক করে তার সঙ্গে আলাপ করতে পারবেন গ্রাহক।
চ্যাটিংয়ের সময় কোনো ত্রুটি দেখা গেলে ব্যবহারকারী তার ডিভাইসটি ঝাঁকিয়ে অভিযোগ জানাতে পারবেন- ভবিষ্যতে এমন ফিচারও যোগ হতে পারে।