অধিক পরীক্ষার কারণে শিশুদের পরীক্ষাভীতি দূর হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগে প্রতি দশ বছর পর পরীক্ষা দিয়ে শিশুরা একটি মাত্র সার্টিফিকেট অর্জন করত, তাদের মাঝে পরীক্ষাভীতি থেকে যেত। এখন পিইসি ও জেএসসি দুইটা পরীক্ষার মাধ্যমে তারা অধিক সার্টিফিকেট পাচ্ছে এবং তাদের মাঝে পরীক্ষাভীতি দূর হচ্ছে।
শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এ বছর সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার, ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক বাবা-মা চায় তার সন্তানরা পড়াশোনা করে অনেক বড় হোক। কিন্তু অনেকের পক্ষেই পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে যায়, যে কারণে অনেক শিশু ঝরে পড়ে। আমরা তাদের পড়াশোনার জন্য বিনামূল্যে বই, বৃত্তি ও টিফিনের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, বিশ্ব এগিয়ে চলছে। আমাদের ছেলেমেয়েরাও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে।
এ জন্য আমরা তথ্যপ্রযুক্তি (আইসিটি) শিক্ষা ও সব প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করেছি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।