পারমাণবিক অস্ত্র ছোড়ার সুইচ সবসময় আমার ডেস্কেই থাকে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে কড়া হুশিয়ারি জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
তিনি বলেন, পুরো যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে। এটি সত্যি কোনো ফালতু হুমকি নয়।
নববর্ষ উপলক্ষে উত্তর কোরিয়ার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে কিম এ কথা বলেন।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিমাণ এবং গতি আরও বাড়ানো উচিত।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার আগ্রহ প্রকাশ করেছেন কিম। তিনি দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলেও জানান।
সিউলে আসন্ন উইন্টার অলিম্পিকে তার দেশ একটি দলও পাঠাতে পারে জানিয়ে কিম বলেন, উইন্টার অলিম্পিকে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের অংশগ্রহণ হতে পারে দুই দেশের মানুষের ঐক্যের প্রকাশ ঘটানোর একটি বড় সুযোগ।
তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের যে যুদ্ধ পরিস্থিতি চলছে, আগামী বছরগুলোতে তার প্রশমন সম্ভব বলেও মনে করেন তিনি।
২০১৮ সাল দুই কোরিয়ার জন্যই গুরুত্বপূর্ণ বছর উল্লেখ করে কিম বলেন, উত্তর কোরিয়া এ বছরই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে, আর দক্ষিণ কোরিয়া এ বছর আয়োজন করেছে উইন্টার অলিম্পিক।