কুষ্টিয়ায় পুলিশবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।শনিবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন জানান, শিলাইদহ কুঠিবাড়ীতে রাষ্ট্রপতির ডিউটি থেকে প্রায় ৪০ পুলিশ সদস্য বাসযোগে ফিরছিলেন পুলিশলাইনের উদ্দেশ্যে।
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে পুলিশবাহী বাস সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের অধিকাংশই বরিশাল রেঞ্জের বলে জানিয়েছে জেলা পুলিশ।
এর মধ্যে ৫ পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) তাপস কুমার সরকার।