তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমা। আগামীকাল (রোববার) বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই ওই এলাকার কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে শনিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এ জন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে।
আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ওই রাস্তাগুলোর যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।