শাহবাগে জাগৃতি প্রকাশনীর দীপনকে কুপিয়ে হত্যা

আপডেট: ২০১৫-১১-০১ ০৯:৫০:২২


Dipan-picলালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশ টুটুলসহ তিন লেখকের উপর হামলার ঘণ্টা চারেকের মধ্যেই কুপিয়ে হত্যা করা হলো জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে।

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

জাগৃতি প্রকাশনার ব্যবস্থাপক আলাউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে প্রকাশনার কার্যালয়ে গিয়ে দেখি ভেতর থেকে দরজা অটো লক করা রয়েছে। ভেতরে ঢুকে তাকে (দীপনকে) জখম অবস্থায় উপুড় হয়ে মেঝের ওপর পড়ে থাকতে দেখি। মেঝেতে রক্ত জমাট বেঁধে ছিল।

শাহবাগ থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞানলেখক অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’ বইয়ের প্রকাশক তিনি।

 

সানবিডি/ঢাকা/রাআ