প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প এক পর্ন তারকার মুখ বন্ধ করতে যে টাকা দিয়েছিলেন অবশেষে সেই খবরই সত্যি হলো। টাম্পের কাছে থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন পর্ন তারকা স্টেফানি ক্লিফোর্ড।
২০০৬ সালে একটি গল্ফ টুর্নামেন্টে আলাপ হয়েছিল ট্রাম্প ও স্টেফানির। তখন ট্রাম্পের বয়স ৭১, স্টেফানির ৩৮।
সেখানেই নাকি ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিলেন তারা। তারপরে ২০১৬ সালে প্রচার শুরু হওয়ার সময় স্টেফানিকে মুখ বন্ধ রাখার জন্য টাকা দেন ট্রাম্প।
এ নিয়ে স্টেফানি বলেছিলেন, ‘ট্রাম্পের সঙ্গে আমার আলাপ হয়েছিল ঠিকই, তবে ওর সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক হয়নি। আমি কোনও টাকাও নিইনি। ট্রাম্প অত্যন্ত সজ্জন ব্যক্তি। একটি দেশের প্রেসিডেন্ট সম্পর্কে এরকম জল্পনা রটানো অন্যায়’।
পুরো বিষয়টি নিয়ে তিনি একটি বিবৃতিও প্রকাশ করেছিলেন।
কিন্তু চারদিন যেতে না যেতেই স্টেফানি এবার বললেন, ‘আমার ভয় ছিল, মুখ খুললে আমি হয়তো টাকাটা পাবো না।’
তবে ট্রাম্পের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল কি না, সেটা নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, সম্পর্ক যদি না–ই থেকে থাকে, তাহলে সেটা চাপা দেয়ার জন্য ট্রাম্প খামোখা টাকা দিতে যাবেন কেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প পর্ন তারকা স্টেফানি ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার বা ১ কোটি ৭ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন।