ইয়েমেনের সামরিক বাহিনী ও হুথি বিদ্রোহী স্নাইপারদের পৃথক হামলায় সৌদি আরবের আট সেনা নিহত হয়েছেন। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান, নাজরান ও আসির সীমান্তে এসব সেনা নিহত হয়।
ইয়েমেনের একটি সামরিক সূত্র টিভি চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, শুক্রবার বিকালে জিজান প্রদেশের হামাজেহ এলাকা ও আল-শাহবাকাহ ক্যাম্পে হামলা চালিয়ে ইয়েমেনের সেনারা সৌদি আরবের পাঁচ সেনাকে হত্যা করেছেন।
অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী নাজরান প্রদেশের রাকাবাত আয-যুর সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানে দুই সৌদি সেনা মারা যান।
এ ছাড়া ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধাদের গুলিতে আসির প্রদেশের আল-মাজাযাহ এলাকায় আরেক সৌদি সেনা নিহত হয়।